শুনিবো না নাকি আর
প্রতিবাদের রণ হুঙ্কার ?
দ্যুলোকে নীরদের গর্জন
তুমি আমাদের অহঙ্কার ।


হইবে না নাকি আর
কোন বিদ্রোহী কন্ঠের উত্থান ?
তোমার দীনতায় স্তম্ভিত আজ
তারুণ্যের প্রলয় বিষাণ ।


জাগিবে না নাকি আর
দরিদ্রের মিত্র-সখা-সুহৃদ
যে কিনা সত্যতে বলীয়ান ।


পাইবে না নাকি আর
কেহ কোনো সুবিচার ,
রণ তুর্য হাতে লয়ে কেহ কি
দাঁড়াইবেনা আর ?


আরও একবার জন্ম লও
আরও একবার কলম ধরো,
আরও একবার জমাট বাঁধা শীতল রক্তে
অগ্নিবাণ ছুঁড়ে মারো।

সরভাঙা পাড়ে আলগোছে
তোমার পানে ধাবিতেছে যে মানব ,
প্রতিক্ষার প্রহর শেষে তোমায় দেখিবে যবে
কহিয়া উঠিবে তাহাদের মনো-প্রাণ ,
“জাহেলের বুকে আসিতেছে যেন
আবার নজরুলের প্রাণ।”