নিজের বাড়ি ; নিজের দেশ
ভিটেমাটির স্মরণে আছি বেশ ,
প্রিয় ঘরের প্রিয় গন্ধ
প্রণয়ে আমার সিক্ত স্কন্ধ,
বয়স তো পেরুলো,
পুরোনো মনে আমার যে জেগেছে
অধিকারের দম্ভ ।
মনমাঝি বলে ,
চল আবার ছুটে যাই ;
চেনা পথে দৌড়ে বেড়াই,
শীতের সকালে ,শিশির মেখে
ছেলেমানুষীর আড্ডা জমাই ।


মনচক্ষুর গহীনে লুকানো প্রেম
কুয়াশার চাদরে ঢাকা স্বপ্নের ট্রেন ,
কাঞ্চনজঙ্ঘায় মোরা দুই,
কল্পনায় আমি ; বারেবারে যেনো কাকে ছুঁই ?
আজও অপেক্ষারত আমার সেলফোন ,
আবেগ না ফুরোতেই ;
সময় এসে দিয়ে যায় বয়সের বিজ্ঞাপন।


নিঃশব্দে ছিড়ে যায় সুতো
বন্ধনে বাঁধা পড়ে যত ,
শুকনো পাতা ঝরে  শীতে
কেউ মাতেনা নতুন গীতে,
ডিসেম্বরের প্রতিটি মূহুর্ত জানে
বেখেয়ালী মন ছুটছে কতদিকে।


সাজিয়ে রাখা চিঠির
পান্ডুলিপির আজ সমাপ্তি ,
তুমি নকশি চাদরে মুড়ে,এলোমেলো চুলে ;
একাকি প্রান্তরে  , দাঁড়িয়ে পথভুলে ।
আমি নীল শাড়িতে; লাজুক বেশে,
কম্পিত বাহুডরে ।
মনে প্রশ্নের ঝুলি
তাই শঙ্কিত প্রাণে তোমায় বলি ,
“তুমি অভয় দিলে
তোমার হাতেই তুলে দিতে চাই
আমার একান্ত ইচ্ছেঘুরি । "