আমি লড়িয়া যাইতেছি,
পথ ভুলিয়া নির্বাক শ্রোতার ন্যায়
কেবল প্রকৃতিকে আলিঙ্গনে মগ্ন হইয়াছি ।


আমি ইরাবতীর স্রোতে বহমান
বন্ধুর পথে চলমান ,
জ্বলিয়া উঠিছি বারুদ হইয়া
যেরূপে দ্রৌপদী রাখিয়াছিল তাহার সম্মান ।


আমি জীবন্ত শান্ত শশী,
উত্তাপে পুড়িয়া যাওয়া
ভষ্মিভূত অস্তি,
ম্রিয়মান আমার অন্তর ক্ষত
প্রতিনিয়ত বাহিরে করিছে খেলা ,
আমি পুষ্করিণী বক্ষে ফুটিয়া থাকা জলপদ্ম একেলা ।