একদিকে স্বপ্ন , অন্যদিকে
প্রস্তুতরত কর্মজীবনে দগ্ধ,
দশজনের প্রত্যাশা শেষে
প্রাতকালে পাই নিজের ইচ্ছেপূরণের গন্ধ ,
কে জানে ,
কিসের ভিত্তিতে রচিত
এই সমাজের মানদন্ড !


অধীর অপেক্ষায় যখন বসে থাকি
কেউ থাকে না পাশে ,
প্রয়োজনে ডাকলে পরে
আসে না কেউ কাছে ,
বছর শেষে সাফল্য এলে
প্রশংসায় পঞ্চমুখ হয়
আমারই আশেপাশে ।


হয়ত হবে ভীষণ কঠিন
শেষটা তো হবে সুন্দর ,
এ তো সবে শুরু ;
ভয় একটু হচ্ছে বটে গুরু ,
তবুও সৃজনে মগ্ন আমার পালনে মৌনব্রত।
আমার এ যাত্রা পথ হবে শুভ্র,
প্রস্তুত আমার বাহন বিহঙ্গ ,
সমাপ্তি রেখায় তৈরী হলো নতুন মানচিত্র ,
চলব এবার উৎপাটন করে
সব প্রপঞ্চকারী গুল্ম-বৃক্ষ।