এ ধরা সুধায় মোরে
বসিয়া রহিছি কেনো পথের আঁধারে ,
ক্লান্ত-শ্রান্ত পতঙ্গ মাঝে
আমার কল্পিত সুখ যেনো  
হিংস্রতার ত্রাসে।
আমি মাতিয়া উঠিনি
কভু আনন্দ-উল্লাসে ,
আমার ব্যর্থতা নন্দিত হয়
অচিন্ত আকাশে ,
অমরত্বের দাবী বৃথা এই ধরাধামে ,
পিছিয়া যাই তবুও রক্তের পিছুটানে ।


জনকল্যানে নিয়োজিত মন
সর্বদা উদাসীন, রহে চিন্তিত ভীষণ ।
ক্ষণে ক্ষণে খুঁজিয়া ফিরে
অরুনের দীপ্ত কিরণ ।
লোকলজ্জা;দাসত্বের আজ্ঞা ,
রাজার জীবনে সর্বত্র পুষ্পসজ্জা ।
সব ছাড়িয়া ; বাহির হইনু
অন্তরে লইয়া সহস্রাধীক প্রজ্ঞা ।
হইয়া পরিস্থিতির শিকার
মন্মমন্দিরে বাধিয়াছিল শতশত বিকার,
আমি কেবল পুষিয়া গেলুম
হৃদয়মাঝে অপ্রকাশিত অন্তহীন চিৎকার ।


আমি অতি সাধারন ,
করি সৃষ্টির বৈচিত্র্য অবলোকন ।
এতকাল আমি ছিলুম পরিয়া একাকী,
আজ আমি জীবন সন্ধানী ,
খোঁজে আমার ; অচিন অমরাবতী ।