আমার কোন পরিচিত নেই
কোন অভিমান নেই
কোন আশা নেই
অভিযোগ করার আর শক্তি নেই ।
আমার এ জীবনে মানুষ আসে
কিছু সময়ই তারা থাকে ,
তবুও অবচেতনে মায়ায় পরে ;
পিছু ডাকবার লোভে
আমার ওষ্ঠ কেনো কাঁপে ?


খাঁচা বন্দি এ মন
চেনেনা কোলাহল ,
আত্ম অনুতাপে বাঁচে
নির্ঘুমে রাত কাটে,
রুদ্ধশ্বাসে বাঁচতে বাঁচতে
শৃঙ্খল ভাঙার ইচ্ছে জাগে ।
দন্ডে দন্ডিত ; ভয়ে শঙ্কিত
কার ছিল কি দোষ ?
কেবল মেনে নিলেই কি তৈরি হব
আমি ধরীত্রির সভ্য ছাপোষ ?


আমি বোধ হয় বিধাতার অভিশাপ
ভাগ্য কি তবে এভাবেই হবে ধূলিসাৎ ?
কি জানি কোন অপরাধে
বেঁধে গেছি জগতের বীভৎস মায়াজালে !
এ মন ঘর খোঁজেনা
বিত্ত লোভে ছুটতে চায় না ,
কেবল মুক্ত আকাশে ডানা মেলে
শান্তি খুঁজতে গুঁটি সাজিয়ে চলে প্রতিক্ষণ ।
খুঁজে পাবে কি কোনদিন
স্নেহের আঁচলের খোঁজ ?
যাতে মুখ লুকিয়ে আমি হব নিখোঁজ ?


আমি মানুষ চিনি না
কোন কাজ পূর্ণ করার যোগ্যতা রাখিনা ,
সময়ের সাথে আমি চলতে পারি  না ,
আমি হলাম ক্ষণে ক্ষণে বহমান
এ যুগের কুৎসিত রক্তিমা,
ধূসর প্রতিভার অব্যক্ত কালিমা ।
আমি আবছায়া , অকালের মায়ায়
হারানো স্বত্ত্বা , আমি প্রিয়ম্বদা ।
পেছনে পরে থাকি ,
ভালো মন্দের হিসাবের খাতায়
দুর্নামটাই হয় খাঁটি ,
ক্ষুদ্র জীবনের প্রতিটি পাতার
প্রশ্নগুলো উত্তরের সন্ধান পাবে কী ?