প্রিয় ,
পারিনি থেকে যেতে ,
তোমায় নিয়ে স্বপ্ন বুনতে,
হরেক রঙের ছাপে জীবন সাজিয়ে তোমার
প্রশান্তির নিশ্বাস হতে আর পারি নি।
“দুই এ দুই এ চার”-জানি মিলবে না আর ;
তবুও দিনশেষে আজও মনে পরে
তোমার পিছুডাক ।


ইতি যে টানতেই হতো ,
আফসোস হয় কি না জানি না
উত্তরের খোঁজ করিনি কখনো ,
কি করতাম বলো
বেলা যে ফুরিয়েছিল ,
ঠিক যেমন প্রসিদ্ধ প্রেমের উপন্যাসও
বিরহতেই  তার সমাপ্তি রেখা টানে ।


সত্য তো এটাই ;
পুরোনো সম্পর্কেও জং ধরে ,
হুট করেই দীর্ঘ বছরের নেশা কাটে
স্মৃতিরা মরিচিকা হয়ে অধরা হয় ,
ক্লান্ত মনের গুপ্ত খাতার বর্ণগুলো
অদৃশ্য এক আদ্রতায় ভিজে যায় ।


নাহ ! আমার ভুল ছিল না এতে ;
যারা আমায় আজও দোষী বলে ,
যাদের কথা কর্নকুহরে
ক্ষণে ক্ষণে আজও অশ্রাব্য শোনায়
তারা কি সত্যিই আপন ছিল?
আমায় বুঝতে চেয়েছিল ?
নাকি শুধুই সমাজিক নিয়মের বেড়াজালে
বাঁধিনি বলে আজ আমি মূল্যহীন ?
বাস্তবে উত্তর বড়ই কঠিন ।


কি অদ্ভুত ! তাই না ,
আমাদের আর কোনদিন দেখা হবে না ,
একই স্রোতে পুরোনো তরী বইবে না ।
তবে এবারের নতুন গল্পে ,
সন্তপর্ণে ;এই পুনর্জন্মে ,
আমি আবার লিখছি আমার
পথের গান ; কারণ আমি খুঁজে পেয়েছি
আমার প্রাণপুরুষের সন্ধান ।