আমি আটকে গেছি বেড়াজালে
নাম না জানা এক অদ্ভুত ফাঁদে !
যেখানে প্রেমিক পুরুষ হাতরে মরে
শেয়াল কুকুর দাপরে চলে ।


ভয়ার্ত এই কুমির খাঁচা
মরতে মরতেই নাকি শেখায় বাঁচা ,
আমি আটকে গেছি মিথ্যে মায়াকৌটয়,
আমায় আটকে ধরে প্রকৃতির পিশাচ চৌক।


ভরদুপুরের এই অভিশপ্ত  আলো
জানে না ,
জানে না হৃদের গূহ্য দহন ,
মৃত্যুর ঐ বন্দি দরজা ,
জানে কি কতটা ভেঙেছিল তার অস্থিমজ্জা ?
জানে কি আমার মনের মধ্য পীরা ?


ও মানুষ ; তোমার কি বিবেক আছে ?
ও মানুষ; তোমার কি বিবেক আছে ?
তুমি আজ ভালোবাস না হরিণ শাবক
তুমি অমানুষ,
তুমি নরখাদক ।


আমি যাচ্ছি চলে ,
পৃথিবীর বুকে এক পিশাচকে ফেলে ।
আমার কোন গল্প নেই ,
কোন অনুভূতি নেই , কোন আবেগ নেই ,
নেই কোন অভিযোগ, রক্তে নেই প্রতিশোধ ।
আমার কোন অতীত নেই ,
কোন পদচিহ্ন নেই ,আমার কোন শর্ত নেই ।
আমি গন্ধহীন ,স্পর্শহীন,অস্তিত্বহীন ,
আমি আঁধারে লুকানো মানবী,
যার প্রতিটি শব্দ শর্তহীন ।