একান্ত অবসরে
যে মানুষ বড় বেশি একাকী হয়
সেদিন হতে আমিও সেই মানুষ
অনেক বেশি একা
যেদিন চলে গেছ তুমি
আজ বড় বেশি মনে পরে তোমায়
মনে পরে আজও তোমার সেই কোমল স্পর্শ!


আজ নিজেকে বড় বেশি অপরাধী মনে হচ্ছে
ধিক্কার দিতে ইচ্ছে করছে নিজেকে
কেন সেদিন ধরে রাখতে পারিনি তোমায়?
কেন সেদিন বেঁধে রাখতে পারিনি তোমায়
এই দুই বাহু ডোড়ে
কষ্ট পেতে হত না
তাহলে আজকে আর এমন করে
মনটাকে হয়তো আজকে আর কাঁদতে হত না
ইচ্ছে হলেই ভালবাসা পেতাম
কাছে পেতাম তোমায়
চাওয়ার চেয়েও অনেক বেশি
দুচোখ বন্ধ করলে আজও দেখতে পাই তোমায়  
ভুলতে পারছি না কিছুতেই
তোমার ঐ ভালবাসা...
তোমার ঐ অনুভূতি...
তোমার সেই ঘন নিঃশ্বাসের শব্দ...
তোমার সেই কোমল স্পর্শ...


আমি অপরাধী, আমি দোষী
কেন সেদিন তোমাকে হৃদয়ের বন্ধনে বাঁধতে পারলাম না?


আজ খুব বেশি দেখতে ইচ্ছে করছে তোমায়
খুব বেশি ভালবাসতে ইচ্ছে করছে তোমায়
অনেক, অনেক বেশি।
সেদিনের মত
যেদিন পেয়েছিলাম তোমায় একান্তে
ইচ্ছে করছে তোমায় কাছে পেতে
পেতে তোমার সেই স্পর্শ
শুনতে ইচ্ছে করছে
তোমার সেই ঘন নিঃশ্বাসের শব্দ
তুমি জড়িয়ে থাকবে আমায়
গভীর ভালবাসায়!
মনটা আজ শুধুই বলছে,
“আমি ভালবাসি তোমায়,
আমি ভালবাসি তোমায়,
আমি ভালবাসি...তোমায়!” ।