আশা হল মরীচিকা
ভীরু কাপুরুষেরা তাই বলে
কিন্তু আমি দেখি
আশার পাখায় ভর করে সাহসীরা পথ চলে
আশা নাকি অন্ধকারে ঢাকা
কাপুরুষেরা ভাবে তাই
কিন্তু আমি ভাবি
আশা ই জীবন, আশা ই আলো
মরীচিকা বলে কিছু নাই
আশা ই মানুষকে টিকিয়ে রাখে
উদ্দীপ্ত করে মন
আশার পাখায় দিয়ে ভর শত সহস্র বাধা করে অতিক্রম


সংসার সাগরে নাকি দুঃখ দুর্দশা
হানা দেয় বারে বারে
তবুও সেথায়, আশা ই একমাত্র ভেলা হয়ে সাহায্য করে
আশার পাখায় ভড় দিয়ে মানুষ সুখের স্বপ্ন গড়ে
কিন্তু, ভীরু কাপুরুষেরা ভাবে
আশা বলে কিছু নেই
আশা সে তো মরীচিকা
তার পিছনে ছুটে লাভ নেই
কিন্তু আমি বলি আশা ই সবকিছু
মরীচিকা বলে কিছুই নেই।


আলোর পথের পথিক যারা
আত্ম বিশ্বাসে বলিয়ান তারা
তাদের জীবনেও থাকে অনেক স্বপ্ন, অনেক আশা
তারাই ভাবে, আশা হীন জীবন সে তো নিরাশা
আলোর পথের অভিযাত্রীরা চলে বন্ধুর পথে
যেথায় আশা ই তাদের একমাত্র যোগায় শক্তি
পথ পাড়ি দেয় এই বিশ্বাসের সাথে


এই দিকে ভীরু কাপুরুষেরা লুকিয়ে ঘরের কোনে
আপন মনে যায় বলে
আশা সে তো মরীচিকার
তার পিছনে ছুটে লাভ নেই
তাতে জীবনটা বৃথায় যাবে চলে


কিন্তু, আশায় উদ্দীপ্ত পথিকেরা
শত সহস্র দুর্যোগ মোকাবিলা করে
পৃথিবীটা কে যেন আবার নতুন করে গড়ে
নতুন সুন্দর পৃথিবী দেখে
ভীরু কাপুরুষেরা আফসোস করে এবং বলে,
“সত্যিকার অর্থে আশা ই জীবন, আশা ই আলো
মরীচিকা বলে কিছু নেই ।“