মন কি কোনো বাঁধন  মানে?
কিংবা শোনে  শাসন বারন
ভালোমন্দ  মনই কেবল জানে
পাইনা খুঁজে ছকে বাধা কারন।
আপন ভুবন নিজ খেয়ালে
সাজায় যেমন ইচ্ছে তালে।
শোকানন্দে কষ্ট মাখা বুকে,
ভাবনা  যাহাই হোক।
মন গহীনে দুঃখ কিংবা সুখে
যে যাই বলুক লোক।
আনন্দ কি নিরানন্দে,
মন দোলে তার আপন ছন্দে।
মন খারাপের একেক দীর্ঘ রাতে
মিলায় শূন্যে আলো ছায়ায়
ভোরের আলোর মুগ্ধ মায়ায়
ভোরের হাওয়া যখনি বয় প্রাতেঃ।  
একলা একা খুব অনিয়ম
রাত্রি জাগা দীর্ঘতর  ভোর
অনিয়মের নিয়ম মেনে ই
বন্ধ কিংবা খোলে মনের ডোর।
নির্ঘুম ডোবে রাত্রি শেষে
ভাবনা জলে, রাতের চন্দ্র তারা,
কাটলে আধার ভোরের বেশে
নতুন দিনের স্বপ্নে জাগে বসুন্ধরা।