শিশির ভেজা সবুজ দুর্বাঘাসে জমে থাকা
মুক্তোদানা জলকনার মতো তোমায় ভালোবাসি
ভোরের শিউলি আর ঝড়া বকুলের মতো
আমি কেবল তোমাকেই ভালোবাসি।
কুয়াশা মাখা রাতে জ্যোৎস্নার আলোর মতো
চাঁদের দিকে অপলক চেয়ে থাকা শুক তারার মতো
কলকল শব্দে বয়ে চলা নদীর জলের মতো
জল টলমল পদ্ম দীঘির সানবাধানো ঘাটে র মতো
ফাল্গুনে ফোটা আগুন রাঙ্গা কৃষ্ণচূড়ার মতো
আমি কেবল তোমাকেই ভালোবাসি।
সরোবর জুড়ে ফুটে থাকা নীল পদ্মের মতো
বারান্দায় ঝুলে থাকা মাধবী লতার মতো
কাঠ গোলাপ আর খোপায় গোঁজা বেলির মতো
বাগান জুড়ে ফুটে থাকা সহস্র গোলাপের মতো
আপনমনে উড়ে চলা বাহারি প্রজাতির মতো
আমি কেবল তোমাকেই ভালোবাসি।
পহেলা বৈশাখের বাউলের একতারার মত
ভোরের বাতাসে ভেসে আসা আজানের মতো
মন মাতানো  কৃষ্ণের বাঁশির সুরের মতো
গ্রীক পরানের রানী সুন্দরী  ক্লিওপ্লেট্রার মতো
ফরহাদের শিরি কিংবা রোমিওর জুলিয়েটের মতো
প্রেমের দেবী ভেনাসের মতো, দেবী দুর্গা র মতো
আমি কেবল তোমাকেই ভালোবাসি।