ভালোবাসা নেবে গো ভালোবাসা খুজো তুমি
হরেক রকম ভালোবাসা বিকায় আজকাল
অনেক  রকম ভালোবাসা অাছে মুঠোয় মুঠোয়
যে টকু লাগে যতটুকু যার হয় প্রয়োজন
ততোটুকুই নিতে পারো যদি অনায়াসে
তবেই  তুমি ভালোবাসার মাঠে চতুর খেলোয়াড়
খেলা রাম  খেলে যা শুধু ভালো বেসে যা।
আজকাল সব কিছুই যেনো  কিছু শর্তের আওতায়
চুক্তিভিত্তিক নিয়োগের মতো হতে পারে
ভালোবাসাটা ও  চুক্তিভিত্তিক হয় কভু কভু
নিয়োগ পত্রের শর্ত মোতাবেক নিদিষ্ট একটা সময়ের জন্য
নিদিষ্ট কিছু নিয়ম কানুনের মধ্যে
কখনো  ভালেবাসাটাও শর্তস্বাপেক্ষ হয়ে উঠে।
কারো কারো জীবনে কারো প্রয়োজনে
প্রিয়জনের অবহেলা কিংবা বরফ শীতলতায়
তৃষিত হ্রদয় যখন নতুন আলোর মতো
ভালোবাসার খোজে ব্যাকুল হয়ে উঠে।
বেচে থাকার জন্য কারো ভালোবাসাটা
নিতান্তই দরকারী অনুঃসঙ্গ হয়ে দাড়ায়।
প্রিয়জন এবং প্রয়োজন যখন বিপরীতমুখী
জীবনটাকে যখন মনে হয় বিবর্ন রংঙ্গহীন
ভালোবাসার শুনত্যা ভোগায় মনের গহীনে
আকাশ জোড়া রংধনু দেখার আনন্দের মতো
ভালোবাসা ভালোবাসা বলে চিতকার করে উঠা
হন্যে হয়ে পাগলের মতো খুজে নেয়া
ভালোবাসার নতুন আশ্রয়।
যেন এই প্রথম প্রেমে পড়া
আর জগতের সমস্ত ভালোবাসা নিয়ে
কারো প্রতীক্ষায় ব্যাকুল হয়ে
এ যেন প্রথম প্রেমে পড়া চপলা কৈশোর।
এক  সমুদ্র প্রেম বুকে ধারন করে
হয়ে উঠা কারো প্রিয় জন নিদিষ্ট সময়ের জন্য
তাল কেটে যাবার আগে গিটারের সুরতালে
বেজে উঠা মেতে উঠা দুুরন্ত গাংচিল হয়ে
দুর্নিবার আকর্ষনে ছুটে চলা পতংগের মতো
ভালোবাসি ভালোবাসি বলে মাতাল মুগ্ধতায়
ভাসিয়ে নিয়ে যাওয়া ভালোবাসার সমুদ্রে
তারপর  উত্তাল জলরাশির ফেনিল সমুদ্রের
ঢেউ দেখে উপকুলে ফিরে  আসা সব ভুলে
ফিরে আসা,খুজে ফেরা নতুন শুকপাখি
এটুকুই যোনো ভালোবাসার সেকাল একাল।
অদ্ভুদ জটিল ধাধায় আজকাল ভালোবাসা ও
বিকোয় চিনা বাদাম আর মুড়ির ঠোঙ্গায়  
ঘন্টা ধরে ভাড়া নেয়া রিকশায় ঘোরার মতো
যতোক্ষন ইচ্ছে চেনা রাস্তায়  অচেনা পথে
ঘুরে ফেরা ইচ্ছে মতো, ভালো লাগনো তো
হুট করে রিকসা থামিয়ে নেমে যাওয়ার মতো
প্রয়োজনে হাসা প্রয়োজনে ভাসা জলপদ্মের মতো
প্লেটনিক প্রেম আর অনন্ত কালের ভালোবাসার
দিন যেন ফুরিয়েছে সেই কবে।
পোষাকী আর বাহারী প্রেমের ডামাঢোলে
মুখোশের আড়ালে রং মেখে সং সেজে
অানন্দ উল্লাসে মতে গেয়ে যাও ভালোবাসার গান
পেয়াজ রসুন আর নিত্য প্রয়োজনীয় পন্যের মতো
ভালোবাসার অদল বদল অফারে খুজে নাও
যার যেমনটা যতটা ভালোবাসা প্রয়োজন।
ভালোবাসার জন্য সাত সমুদ্র তের নদী পার হয়ে
দুরন্ত ষাড়ের মুখে বেধে লাল কাপড়,
জগত সংসার তন্ন তন্ন খুজে ফেরা
একশ আটটা নীল পদ্ম নিয়ে
বনলতা সেনের মুখোমুখি বসে
পাখির নীড়ের মতো দু চোখে তাকিয়ে
একটা জীবন পার করে দেয়ার ভাবনা
বড্ড সেকেল,বড্ড  পুরাতন আর
অচল মুদ্রার মতো মুল্যহীন।
তবু ও তো কেউ কেউ সেই সনাতন
সেই  অকৃতত্তিম ধ্রুপদী ভালোবাসারেই
খুজে ফেরে অনন্ত কাল সিংহল সমুদ্র থেকে
নিশিথের অন্ধকারে মালয় সাগরে
রুপকথার গল্প গাথা  হয়ে হয়তোবা তাই
সত্যিকারের  ভালোবাসারা বেচে থাকে
শিশির ভেজা ভোরের দুর্বাঘাসে
প্রভাতের সোনালী রৌদ্দুুর হয়ে
ঝিকিমিকি ছড়ায় রবির কিরন।