নীল জোনাকি মায়ার সাগর তপ্ত মরুর ভোর
হ্রদ কাননে সংগোপনে লাগলে একি ঘোর
পাহাড় পুড়ে ছাই জমেছে মেঘের থালায় জল
ছল ই যদি করবে  তবে  ভালবাসলে কেনো বল।
চোখের কোনে অশ্রু জলের বিশাল সমুদ্দুর
অচিন পাখি বাধলি বাসা সে কোন অন্তঃপুর
মনময়ুরী মায়ার বাঁধন ঝুমকো কানের দুল
চুলের খোপা মাতিয়ে রাখা বাহারি সব ফুল।
চাঁদের আলোয় আকাশ জোড়া ফোটা তারার ফুল
গুনে গুনে সাজিয়ে রাখি জীবনের সব ভুল
আগুন ভেবে ছাই ধরেছি ফুল ফোটালো কাটা
ভুল ছিলো কি তোমায় নিয়ে সবুজ পথে হাটা।
কাঠ গোলাপের সাদায় মায়ায় ভালোবাসার গান
অষ্টপ্রহর বাতাস জুড়ে  তোমার চুলের   ঘ্রাণ।
কাজল রেখা চোখের ভাজে শুধুই ভরা  ছল
ভালোবেসে কি  ভুল করেছি একটু আমায় বল।।