ব্যাস্ততার বুঝি শেষ নেই কোন অবসর
নিজস্ব কোনো একাকী নির্জন সমুদ্রের
উপকুল ধরে কভুও কি একাকী নির্জনে
দু দন্ড হেটে যেতে  ইচ্ছে করতে পারেনা
ব্যাস্ততা দেবেনা দুদন্ড হাটতে বালুচরে।
ইচ্চে করেনা বুঝি নিরব রাতের নির্জনতায়
কান পেতে  একাকীত্বের নির্মল অবগাহন।
হায়রে ব্যাস্ততা নিজেও তুই যেমন
অকারন ব্যাস্ত থাকিস আমাদের  
মারিস জ্বালিয়ে যখন তখন।
অথচ অন্ধকার খুব গাঢ় হলে
নিজের ছায়াও ছেড়ে চলে যায়।


আজকাল তাই খুজি দুদন্ড অবসর
মুখোমুখি বসিবার আমি আর বনলতা সেন
ব্যাকুল অনুভবে অপেক্ষায় থাকি
ব্যাস্ততাকে পাশ কাটিয়ে কখন তুমি ও
আমার মতো অনুভবে কান পাতবে
সেই মহেন্দ্রক্ষন আর আসে না
তুমি তোমার জাগতিক ব্যাস্ততায় ভুলে গেছো
হয়তোবা ভুলে আছো আপন খেয়ালে
অথচ একদিন তুমি অস্ফুট উচ্ছারনে
প্রানখুলে বলতে ভালোবাসি ভালোবাসি।


২২-০২-২০২১ইং