এক
তুমি যেন অন্তঃমিলে অনবদ্য
নিটোল প্রেমের সরল পদ্য।
গোলাপ কুড়ি ফুটলো যেনো সদ্য
ভালোবাসার ছোট্ট সরল গদ্য।
    
                     দুই
তোমায় আমি নাম দিয়েছি
সবুজ বনের মিষ্টি হলুদ পাখি।
দিবানিশি অহর্নিশি তাইতো আমি
ইচ্ছে এবং অনিচ্ছেতে ডাকি।


                     তিন
গোলাপ বাগান শুন্য থাকুক
নাইবা ফুটুক গোলাপ কুড়ি বনে।
তবু জেনো ভাসবো ভালো
তোমায় আমি  একা সংগোপনে।

              চার


ভালোবাসা অার কিছু নয়
মনগহীনের অনুভবের ব্যাকুলতা
চাওয়া পাওয়ার পথ মাড়ানো
অন্তঃলোকের আবেগ আকুলতা
                 পাচ
তুই কি থাকিস ভাবনা লোকের অচিনপুরে যেথায় সবুজ টিয়া
প্রিয় নামের  ডাক শুনে যাই
কাপলে কাপুক রিপু  কিংবা  হিয়া।