একুশ এলেই কেবল বাংলার করি জয়গান
বাংলায় কথা বলি  বাংলায় বাধি সুর গাই গান।


বাংলার আকাশ মুখরিত করি চেতনার আবেগে
ফুল হাতে শহীদ মিনারে খালি পায়ে প্রভাতে
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী
সুর তুলে কেদে বুক ভাসাই রফিক বরকত
জাব্বার আর সালামের কথা কেবল স্মরি।


তারপর যথারীতি বেমালুম ভুলে যাই সব কিছু
রাস্তার মোড়ে  মোড়ে বাহারী নিয়নের বিলবোর্ড
হাইকোটের মামলায় ইংরেজীতে লেখা রায়ের কপি
আর সর্বস্তরে বাংলার প্রচলনের কপচানো বুলি
অথচ সর্বস্তরে বাংলা দীনতার অসহায় প্রকাশ
প্রতিনিয়ত মাথা নত করে যাই
তবু বলি একুশ মানে মাথা নত না করা।  


একুশ মানে বুকের তাজা রক্ত ঢেলে
ছিনিয়ে আনা কথা বলার স্বাধীনতা।


সাবলীল উচ্ছারনে প্রতিটা মুহুর্ত হোক বাংলাময়
বাংলাকে করি ধারন কন্ঠে এবং বুকের গভীরে।