সবুজ মাঠে রোদ্দৌছায়া
রোজ সকালে আলোর মায়া
সূর্য্যি  উঠা পুর্বাকাশে
সবুজ শ্যামল দুর্বাঘাসে।
মক্তবে যায় এক দঙ্গল
দস্যি ছেলে রোজ।
কার ছোলটা পড়তে গেলো
কে রাখে তার খোঁজ।
দুলে দুলে আরবী পড়া
সুর তুলে যায় কায়দা করে,
এটুকু সুযোগ পেলে পরে
না পড়ার ই বাহানা ধরে।
কেউবা ছোটে প্রাইমারীতে কেউবা হাই স্কুল,
পেন্সিল আর কলম হাতে
শিখতে নিজের ভুল।
গ্রামের হাওয়া মিঠাই মণ্ডা
খেলার মাঠে গণ্ডা গণ্ডা
এক বয়সী ছেলে মেয়ে
কাটে সময় নেচে গেয়ে।
কেউবা খেলে দাডিয়া বান্দা
সকাল দুপুর কিংবা সন্ধ্যা
কানামাছি গোল্লা ছুটে,
কেউবা ছুটে ক্রিকেট মাঠে।
আনন্দের এর ফল্গুধারা
মুক্ত আকাশ বিহঙ্গ রা
খিলখিলিয়ে হেসে
উঠা কচি কাচার দল।
গ্রাম আজো অকৃত্রিম এক
অফুরন্ত  ভালবাসার ঢল।
শহর ছেড়ে হয়তোবা তাই মন ছুটে যায় হেথা
নগর বাউল তোমার আমার
শিকড় যেথা গাথা।