মন গহীনে সংগোপনে
রয়েছে তার নাম
তারই জন্য খুব গোপন
লিখি যে নীল খাম।
যতই দুরে থাকুক না সে
আছে মনের কোনে
তার জন্য গোলাপ যতো
ফোটে  মনের  বনে।
মন খারাপের একেকটা দিন
ভাবনা জুড়ে থাকে
ভাবনালোকের কল্পলোকে
সুখের ছবি আঁকে।
স্মৃতির শহর দুর পরবাস
হারানো দিনগুলি
রাত দুপুরের নিরবতায়
তারই কথা বলি।
স্বপ্ন গুলো হারালো তাই  
ওই সুদুরের নীলে
শব্দলোকে থাকুক জুড়ে
মধ্য অন্তমিলে।