কত দিন তোমায়  দেখি না ভীষণ মনে পড়ে
দেখি শুধু সারি সারি বহু তল অট্টালিকা
উঁকি দিয়ে রাতের চাদটাকে খুঁজে পাই না
এক মুহূর্তে জন্য দেখলেও আবার নিমেষেই
আড়াল হয়ে যায় সুরম্য অট্টালিকার আড়ালে
তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে প্রিয় আকাশ  
কুয়াশার ভোরে পার্কে র সবুজ চত্বরে
সকালের মর্নিং ওয়ার্কে সবুজ চত্বর ঘেরা
ভোরের কুয়াশায় ঘেরা সবুজ দুর্বাঘাস
কতদিন ছুঁয়ে দেখিনা  ঘাসের ডগায় মুক্তোদানা
জলকনার ওই শিশির বিন্দু
তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে প্রিয় সবুজ অমার
তোমায় খুব দেখতে ইচ্ছে করছে
হারিকেন কিংবা লন্ঠনের আলোয়
বাড়ির আঙিনায় গোয়াল ঘরে পেছনে
বন বাদাড়ে জোনাকি আলো খুঁজে ফেরা
হলুদ সরিষার মাঠে দিগন্ত জোড়া হলুদের মাঝে
উড়ে যাওয়া ছোট্ট রংঙ্গিন  ঘাস ফড়িং
তোমায় খুব দেখতে ইচ্ছে করছে প্রিয় প্রজাপতি
তোমায় খুব দেখতে ইচ্ছে করছে
জোড়া বদ্ধ হাতে হেটে যাওয়া সবুজ পাহাড়ী পথ
রেল লাইনের সিগন্যাল দাডিয়ে মুগ্ধ হয়ে দেখা
সমান্তরাল আঁকা বাঁকা রেললাইন
থমকে যাওয়া কিছুটা সময়
সবুজ টিয়া কিংবা ময়না পাখির মিষ্টি কণ্ঠের গান
সমুদের বালুকা বেলায় যুগল পায়ের পদচিহ্ন
তোমায় খুব দেখতে ইচ্ছে করছে প্রিয় নীলান্জনা ।