কুয়াশামাখা ভোরের  সজীবতা,
নতুন ভোরের মুগ্ধ  ব্যাকুলতা।
তোমার লেখা চিঠির মমতো
চিরকুটের ওই কবিতাখানি
হয়না পড়া শেষ,বারে বারে
তবু লাগে বেশ
দু এক একটা লাইন চিঠির মতো  
রোজই পেলে লাগতো বুঝি বেশ।
পড়বো যতোই  তাইতো জেনো
কাটবেনা  যে মুগ্ধতারই রেশ।


নীল খামেতে তোমার লেখা
চিঠির মতো পেতাম যদি,
বুকের মধ্যে ছোট্ট নদী
জল টলমল বইতো নিরবধি।


অনুভুতির দুয়ারে নাড়ো কডা তুমি,
তোমার তুলনা  একলা শুধু তুমি।


এক পলকের একটু দেখা
ভোরের পাখির মতো,
পাখি আমার একলা পাখি,
তোমায় জেনো আমিই ডাকি
জলরং এ তাই তোমার জন্য
ভালোবাসা আকি।


অন্তলোকের দৃশ্যমালা
শিল্পময় এক  কাব্যকলা ছবি
তোমার জন্য তাই লিখে যায়
শব্দলোকের কবি।