বদলে যায় চোখের সামনে দৃষ্টির সীমানা
পাল্টে যায় মনের ভাবনা, আকাশের নীল
জোনাকির আলো আর বর্ণিল প্রজাপতি
ভালবাসার বদলাতে বদলাতে লাল থেকে নীল.
নীল থেকে সবুজ কখনো বা একদম রং হীন সাদা
কিংবা অদ্ভুদ  আধারে ছেয়ে যায় ঘাঢ অন্ধকার।
সকাল  মুহূর্ত গুলো বদলে যায় লম্বা বিকেলে
বিকেল গুলো দীঘ হতে হতে রাতের আধার  
শ্রাবণ দিনের বাদল ধারা গড়িয়ে গড়িয়ে
অাসে  বসন্ত দিন, ফোটে কৃষ্নচুডা বাগানজুড়ে
আমবশ্যা বদলাতে বদলাতে ছড়ায়  জ্যোৎস্নার মায়া
ধরণীর কাছে জমা হয়  কত গুলো,দিন, মাস বছর।
বদলে যায় আদর স্নেহ আর মমতারা
জলের মত নিম্নগামী হয়ে ছুঁয়ে যায়
প্রিয়তমা স্ত্রীর হাত ধরে  সন্তানের কপাল
ভালোবাসা শিহরিত উষ্ণ চুম্বন  বদলে
স্নেহের আদর মাখা চুমু  হয়ে যায়
বদলে যাওয়া ভালবাসার সেরা নিদর্শন।
বদলে যায় জীবন বদলে যায়
বেছে থাকার ভাবনা গুলি
বদলাতে বদলাতে জীবন কড়া নাড়ে
মৃত্যুর হিমশীতল দরজায়।
বদলে যায় ,সব কিছু বদলে যায়
শুধু বদলে যায় না তুমি সংক্রান্ত শিল্প।