দুধ সাদা বিছানায় আর শ্বেত শুভ্র বসনের
সিষ্টারগুলোর হাসিমাখা মুখে এগিয়ে দেয়া
অক্সিজেন এর নল এর দিকে তাকিয়ে
কোন ভয় কাজ করছে না কেন?
মৃত্যুর এতটা কাছে দাঁড়িয়ে ও
আমি কেবল একজন মানুষকে দেখার প্রতীক্ষা করে আছি,
আমি কেবল তোমার  কথাই ভাবছি।
জানালার ভারী পর্দা সরিয়ে আকাশটাতে
তোমার মায়াবী মুখ খুঁজি বার বার
মনে হচ্ছে ইশ তোমাকে গোলাপ দিবসের
শুভেচ্ছা জানানো ই হলো না,ভালবাসা দিবসের
কোন উপহার তোমায় কি আর দিতে পারবোনা।
হয়তোবা আর কখনোই দেখা হবে না
তোমার সাথে  হয়তোবা আর কখনোই কথা হবে না
তোমার চোখে তাকিয়ে বলতে পারবোনা ভালোবাসি তোমাকে,
ভালোবাসি তোমাকে।
গলার মধ্যে মনে হচ্ছে গোলাপের কাটা
কেবল যন্ত্রণায় নীল হয়ে আসছে আমার পৃথিবী
ইচ্ছে করলেও চিত কার করে বলতে পারবোনা
ভালোবাসি তোমাকে তবু মনে মনে শতবার বলি
নিঃশ্বাস নিতে গেলে মনে হয় এটাই বুঝি শেষ।
যমদুত হয়তো হাসপাতালের বারান্দায়
আমার কেবিনে আসার অপেক্ষায় বসে আসে
আর আমি অপেক্ষায় আছি
কেবল তোমাকে একটি বার দেখার জন্য
আর শেষ নিঃশ্বাস নেয়ার আগে একটি বার
ভালোবাসি তোমাকে বলে দু চোখ বোঝার জন্য।