আকাশ ভরা হাজার তারা শুকতারা টা খুঁজি
আধার আকাশ অাধার ভুবন অাধারে দু চোখ বুঝি
শব্দজালের গভীর মায়ায় তোমার দু চোখ আঁকি
মন মাতানো দৃশ্য পটে  সাজিয়ে তোমায় রাখি ।
তোমার জন্য হাজার তারার প্রদীপ জেগে রয়
চাঁদে তারায় দুর গগনে তোমার কথাই কয়
আধার রাতে জোস্নাময়ী নীল জোনাকির আলো
শুকতারা টা ছাড়া আকাশ বড্ড ভীষণ কালো।
অভিমানে ভেজা দুচোখ শুধু তোমায় খুঁজে
সারাটি প্রহর কেটে গেলো ক্লান্ত   দু চোখ বুঝে
আকাশ জুড়ে তোমার ছায়া যায় হারিয়ে যদি
বুকের ভেতর ভেজা নদী বইবে নিরবধি।
কবিতারা মুখ ফেরালো বড্ড অভিমানে
তোমার কথা তবু লিখি কাব্য কথা গানে।