বড্ড বেশী এলো‌মে‌লো অ‌গোছা‌লো ,তোমার জন্য অানন্দেরা পথ হারা‌লো ।
  অাজকাল তুই কোথায় থা‌কিস কত দু‌রে কেমন ক‌রে এমন ভু‌লে থা‌কিস‌ আমায় র্তুই কোন সুদু‌রে ।


অবাক করা শব্দমালা জোড়া বা‌ধে,
যযন তখন
ইচ্ছ‌ে হ‌লে লিখ‌তে পা‌রি যখন তখন।
অ‌নি‌চ্ছে‌তে ফোটা‌তে পা‌রি  কৃষ্নচুড়া হিজল তমাল ।


তুম‌ি কিংবা তুই কি শুধু লি‌খে মানুষ কর‌তে প্রকাশ ভা‌লোবাসার প্র‌তিশ‌ব্দে ,অার প্রে‌মের শব্দমালায় মু‌র্খের দল তোমা‌দের কা‌রো কা‌রো বিচার বু‌দ্ধি দে‌খে হে‌টে গড়াগ‌ড়ি খায় নি‌র্বোধ প্রানহীন শব্দগু‌লো ।


দু চারটা ভা‌লোলাগার পঙ‌ক্তি লজ্জায় হয় লাল  তা‌তে অার কৃষ্ন চুড়ার রং মেশা‌তে হয়না এম‌নি‌তে ক‌বিতারা  লজ্জায় সিধুর রাঙা।


তু‌মি এবং তুই  এর এ‌ফিটাফ লি‌খে রা‌খে অস্তহামী সু‌র্য়্যের শেষ লা‌লিমায়
ভাবনারা ডুব দেয় অন্ধকার‌ে, ‌
নিঃসীম হতাশায়।


ত্রিশ বসন্তের তুই যখন যোড়শীর  কামকলার দৃশ্যপ‌টের বর্ননা হ‌য়ে  যখন তখন কা‌নে ঢা‌লে অপবা‌দের তপ্ত সীসা তা‌তে ক‌বিতারা ধ‌র্ষ‌িতা হয় বার বার ।


তখন অার দিনযাপ‌নের দৃশ্যপ‌টে তু‌মি এবং তুই শব্দমালা হা‌জির হ‌তে সাহস পায়না ।