তুমি যেখানে ই যাবে জেনো সঙ্গে আছি আমি
তুমি মেঘ হলে আমি ছায়া হয়ে রয়ে  যাই  পাশে
অনন্ত আকাশে নীহারিকা র পাশে আমি ছুটে যাই
আকাশগঙ্গার পথে পথে তোমার পায়ে পায়ে
বাতাসের গায়ে তুমি কি আমার নিঃশ্বাসের শব্দ  
বৃষ্টির জলে কান্না ভেজা দু চোখ দেখতে পাওনা।
তুমি যেখানে ই যাবে জেনো সঙ্গে আছি আমি
আমি নিঃশব্দে চুপিচুপি তোমায় দেখি
তুমি যদি হেটে যাও সবুজ বনের মেঠো পথ
আমি ঘাস ফড়িং  হয়ে পাখা মেলি সবুজ দুর্বায়
তুমি সমুদ্রের বালুকা বেলায় হেটে যাও যদি
আমি ঝাউ বন হয়ে উতপ্ত রোদে তোমায়
ছায়া দেবো বলে ঠায় দাডিয়ে থাকি উপকূল জুড়ে।
তুমি যেখানে ই যাবে জেনো সঙ্গে আছি আমি
রাতের জানলা খুলে তুমি যখন তাকাও
আকাশ জোড়া নীহারিকা গুলোর মাঝে
খুঁজে ফিরো প্রিয় মুখ আমি তখন
রাতের জোনাকি হয়ে তোমার ব্যলকনিতে
ঝোলানো মাধবী লতার ডালে বসে থাকি নিশ্চুপ।
তুমি যেখানে ই যাবে জেনো সঙ্গে আছি আমি
সাত সমুদ্রের ওপার কিংবা তের নদীর বাঁকে
সর্পিল গতিতে বয়ে চলা ঝর্ণার জলের ধারায়
সবুজ পাহাড় কি ভালোবাসার সপ্তডিংগায়
সর্বত্র ই আমি ছায়া হয়ে তোমার পাশে থাকি
তুমি যেখানে ই যাবে জেনো সঙ্গে আছি আমি