চোখের ছায়ায় আলোর  নাচন
মোঘের ছায়ায় জল
কল্পলোকের জল জোসনায়
জলকেলিতে চল।


জোসনা রাতে নীল জোনাকী
আলো আধার মিট মিটিয়ে জ্বলে
দুর আকাশে চন্দ্র তারায়
রোজ রাতে কি তোমার গল্প বলে

বৃষ্টি মুখর বাদল দিনে,
মন খারাপের একলা দিনে
মেঘের বাড়ী আমার সংগে
সবুজ বনের মেঠো পথে
বৃষ্ট ভিজবে যদি চলো
মেঘ কুমারী জোসনাময়ী
আমায় তোমায় ভিজিয়ে দিতে
সংগে নেবে বলো?


একলা রাতে দুর আকাশে
তোমায় দেখে ইশারাতে ডাকি
নিজ ভুবনে আপন মনে
তাইতো রোজই তোমার ছায়া আকি।


চোখ বুঝলেই এক পলকে
মিষ্টি হেসে সামনে দাডাও তুমি
চারিপাশের দৃশ্যজালে কি অপরুপ মোহনীয় মায়াজালে
জড়িয়ে রাখো  তুমি।


তোমার চোখে মায়াবতী
ইন্দ্রাজল আর মোহমায়ার নেশা
ওই দু চোখে তাকিয়ে শেষে
পাইনা খুজে অন্য কোন দিশা।


নিত্য আমার স্বপ্নজুড়ে কল্পলোকে তোমার বসবাস
মন গহীনে গোলাপ ফোটে
যেথায় তোমার বাস ।