আমি বহুদূর  যাইনি কখনো, এই যে জীর্ণ  প্রাণ, হাতাশায় ঘেরা তা হয়নি একদিনে।
কতই না ডেকেছি নিয়ে যাও আমায়, আমি ক্লান্ত মনুজ যে এক,দেখিনা অতদূরে।
জীবনের যে অনেকটা বাকি তাই বা কে জানে?!
আমি যেতে চাইনা আর এতদূরে।
আমি অতটা দূর ই হাটব যতটা আমাকে বাস্তবতা ভাসিয়ে নিয়ে যাবে...
কতটা পথ ই তো শূন্যে হেটেছি, আর পারছিনা যে...
রেখে দেইনা এই হস্ত দুটো বেধে?
রেখে দেইনা এই চোখ দুটো বেধে?
অন্তর তো আর রাখিনি বেধে তাইতো এত উষ্ণতা গিয়েছে বুকের উপর থেকে।
অশ্রু আর বেদনার ভেতর তো আমি লুকাইনি আমাকে, লুকিয়েছে তারা।
হেরে যাইনি শুধু বুঝেছি সত্যের ভাষা যে কেউ ধরে রাখেনা শক্ত করে।
আমি জীবন বুঝিনি, রুপকথা ভেবেছি শুধু।
আমি ভেবেছিলাম শুধু হাটব অপেক্ষার পথ ধরে
সেই আশায় আমি মজেছিলাম বোকার স্বর্গে থেকে
এই ক্লান্ত প্রাণ যে হয়নি একদিনে, আমি যেতে চাইনা আর বহুদূরে।