আজ আকাশ কিছুটা নীচে নেমে এসেছে
বুঝি জানলার গ্রিল টপকেই ছুয়ে দেওয়া যায়
আজ বুকটাই আবার অতর্কিতে ব্যারাম
ভরদুপুরে রোদ লুকিয়ে ঝুপ করে কে সন্ধ্যা নামায়


আজ ভাতের হাড়ির উথলে ওঠা
আজ বৃষ্টি বিকেল একলা ছাতা
আজ বলার ছিল অনেক কিছুই
গভীর শ্বাসের ধমক শুনে চুপ করে যায় ওসব কথা


আজ কষ্ট হলে সল্প কথায় গল্প লেখা
পুরনো মুখ মলাঠ জুড়ে নোনা ফোঁটায় ভিজতে থাকা
আজ ভীষণ জোরে কান্না পেলে
ভিড়ের থেকে মিলিয়ে গিয়ে দ্বারের শেখল বন্ধ রাখা


আজ আকাশ কিছুটা জলের ভরে নিম্নগামী যেই
তারা সবাই পেলো নতুন করে অন্য হাতে মনের খেই
আজ ব্যস্ত জীবন একটুখানি জিরিয়ে নেব ইচ্ছা হলে
সত্যবাদী আয়না জানাই মনটা বিশেষ ভালো নেই ।