বিচ্ছেদ একাকী শান্ত নদীর মতো ভাসমান
ছন্দ পায়ে বয়ে চলা জীবনে তার আকিবুকি
বিচ্ছেদ মিশে অভ্যাসে অনন্ত মানব সরোবর
ভাসান সুরের ফাঁকেই আগমনি শব্দ রাখি


বিচ্ছেদ ব্যাপ্তি সাজায় কেবল যুক্তাক্ষরে নয়
বরং হারানোর ভার নিয়ে বারেক ভেসে থাকা
বিচ্ছেদে নেই যুক্তির নীতি আর সমঝোতা কিছু
মানিয়ে নিয়েই নতুন আগামীকে ভালো রাখা


বিচ্ছেদ বেঁচে চিরন্তন বতর্মানে আর
মূর্খের পৃথিবীতে বাস্তব মেশে পথের প্রতি বাঁকে
বিচ্ছেদি টান, বিচ্ছেদি প্রেম, নাড়ি বিচ্ছেদে জীবন
শেষে জীবন বিচ্ছেদেই আরেকটি মৃত্যু লেখা থাকে ।