বুঝলি,
আমার ভালোবাসাটুকু প্রতিবাদে বিশ্বাসী নয়
প্রতিরোধে তোর ভালোথাকা কাড়তে যায়না সে
মাঝরাতে গলা ফাটাইয়া ব্যর্থ প্রেমিকের মিছিলে
সহ্যের সীমা আজ সীমাহীন তোকে ভালোবাসে


বুঝলি,
আমার ভালোবাসাটুকু ছিল খুব অভিমানী
দুঃখ পেলে কাঁদতো মন খুলে শুধু তোর কোলে
আজকাল দুঃখ-টুক্ষ সেসব একটুও পায়না সে
পাছে কান্না পেলে ওই কোলটা পাবেনা বলে


বুঝলি,
আমার ভালোবাসটুকু ছিল শিশুর মতো
যেমন অবুঝ বাচ্চাটি মাকে আঁকড়ে ধরে
বড়ো হয়ে বুঝতে শিখেছে সে
প্রেমিকা নয়, ওসব তো মায়েরাই সহ্য করে


বুঝলি,
আমার ভালোবাসাটুকু তোকে এখুনো ভাবায়
কলম কাঁপায়, সাদা পৃষ্ঠা ভরে কাজের ফাঁকে
হটাৎ যদি ভুলক্রমেও চোখ পরে যায় তোর
ভালো থাকিস, ক্ষমা করিস পাগলের প্রলাপ ভেবে তাকে ।।