চেতনার রং আজ কিছুটা কালচে
সাম্যবাদের লেলিহান শিখা ধুঁকছে,
ফুটপাতজুড়ে সহস্র খালি পেট গুলো
নেতাজি কিংবা লেলিনকে আজ খুঁজছে।


চেতনার রং গেরুয়া সবুজে বন্দি
একপেশে হয়ে কালো পকেট ভরায় গান্ধী,
নীল-সাদা যত কংক্রিট খাচা শহুরে
আর্তনাদের বস্তি দেখেনা অদূরে।


চেতনার রং দ্বিধাহীনভাবে, নিজ ভাইটাকে খুন করছে
রাম-রহিমের যুদ্ধটা তাই প্রত্যাশা মনে হচ্ছে,
অযোধ্যার ঐ নীল আকাশে ঘন কালো মেঘ জমছে
মন্দির নয় মসজিদ নয়, শিশুগুলো স্কুল চাইছে।


জানো, প্রেমিকা থাকলে আজকে হয়তো বলতাম
ক্যাফেটেরিয়ায় এক কাপ চা খুব দাম,
চল আজ থেকে নয় মাটির ভাড়েই ঠোঁট দি
চল বাড়তি অর্থে অভুক্তকে ভাত দি ।


বন্ধু, রাস্তায় নামো সময় হয়েছে, এইবার শেষ বেলা
   অন্যের দোষ নারা-ঘাটা ছেড়ে
জাগিয়ে তোলো বিবেকের ভোরে
তোমারি পাঁজরে ঘুমন্ত কোনো নেলসন ম্যান্ডেলা ।।