দু ডাইরী কবিতা লিখেছিলাম
একমানুষ আবেগ গলে মিশে
তিরতিরিয়ে ছোট্ট ভয়ের আগুন
দাবানলে পুড়িয়ে দিলো শেষে


দু ডাইরী কবিতার জন্য
পাঁচটা বছর অনেকটা পথ হেটে
অনেকগুলো দিনের অপচয়ে
কোথায় নিবাস, ভীষণ খিদে পেটে


দু ডাইরী কবিতার সাথে প্রেম
শব্দরাশি নোনা জলের টিপ
ভীষণ যত্নে আঁকড়ে বুকে ওদের
কষ্টে বাঁচা প্রত্যহ নির্ভিক


দু ডাইরী তিরতিরিয়ে পোড়ে
গন্ধটা ঠিক পোড়া পাতার নয়
আগুন জ্বলছে কবির লাইটারে
গন্ধে মিশে প্রতারণার ছাই


দু ডাইরী সৃষ্টির যন্ত্রনা
কারোর জন্য বিকিয়ে দেওয়া আত্ম
পুড়ে মরার জ্বালা কত কঠিন
ওরা জন্ম আগেই মরে গেলে পারতো


দু ডাইরীর কবি বনেছিলাম
চার দেওয়ালে স্বপ্ন পোড়া গন্ধ
মেঝের উপর জ্বলতে থাকা চাওয়া
মদের গ্লাসে অমিত্রাক্ষর ছন্দ


দু ডাইরী কবিতা লিখেছিলাম... !!