একজন লেখকের কলম বড়ো অদ্ভুত...
সে কখনো রক্ত দিয়ে কালি বানায়,
কখনো বীর্য দোয়াত বনে।
কখনো বা ঘৃণার নিষ্ঠীবন,
আবার কখনো এক খাবল অন্ধকার
হুড়মুড় করে ঢুকে পরে মলাট ঘেরা সাদা সভ্যতায়।
আসলে লেখকের কলমের পাকস্থলী একদম ফাঁকা...
কালি বলতে যাকিছু বোঝাই,তার টিকীটুক থাকেনা।
তবে, কি যেন একটা থাকে যা আমি জানিনা।
জানলে হইতো শিরা বেয়ে শুধুই ফাউন্টেন নাবতো।
রক্ত, বীর্য, নিষ্ঠীবন, অশ্রু, প্রেম, আলো-অধারী
ওসব কিছু বয়তে পারতো না।