শুনেছি আপনি নাকি সব জানেন
আপনার সবজান্তা কলম নাকি কাউকেই নিরাশ করে না
আতা গাছের শিশুটি থেকে পশ্চিমে ঢলে পরা সেই বৃদ্ধের মৃত্যুঞ্জয়
কেউইতো আপনার অবহেলার পাত্র হয়নি কখনো
তবে কেন আমি ?
তবে কি আমি সত্যি এতটাই অযাচিত
যে আপনার সৃষ্ট কোটি পুষ্পবনে একটি বেনামী পুষ্পক যোগ্য নয়
আপনিও আমায় ভুলিলেন বেমালুম ওর মতো
তবে তো ওর কোন দোষ নাই
আপনার মত সাগর হৃদয়ধারীর হৃদে আমি জলবিন্দুর স্হান গ্রহনে ব্যর্থ
আর সেতো নিতান্তই এক পশলা বৃষ্টিধারী টুকরো মেঘ
কতটুকুই বা ধারন ক্ষমতা সেই নিরপরাধী মেঘ বালিকের
চাতকের মনে ধোঁকা দিয়ে সে মেঘ
যখন ভেসে গেল কোন এক বিশাল পাহাড়ের গায়ে
বিশ্বাস করুন প্রিয়
রাতের পর রাত আপনার গীতবিতানের এ পৃষ্ঠা থেকে ও পৃষ্ঠা উড়ে বেড়িয়েছি একটু আশায়
কোথাও হয়তো আমার পিঠও আপনার শেষ ভরসার পরশ পাবে
যেমন হাজারো ব্যর্থ চাতকে আশার আলো দিয়েছেন
ভুল ভেবেছিলাম আমি হে প্রিয়
চোখের জলে ভেজা গীতবিতানের পৃষ্ঠা আজ
আবারও জানান দিল, আমি ব্যর্থ