পূর্বাকাশে সূয্যি মামার
ডিউটি শুরু ভোর সকালে
সারাটা দিন জ্বালিয়ে খেল
সেই ঘুমোবে শেষ বিকেলে

ভীষণ রোদে জ্বলছে সকল
অবুঝ কেন সূয্যি মামাও
মামা তুমি এই গরমে
ব্রাইটনেস টা একটু কমাও

তাকিয়ে দেখ গাছপত্র
তোমার দিকে চাইছে না আর
মাটির পানে নুইয়ে পরে
মাটি থেকেই খুজছে আহার

একটি কুকুর কাঁদছে বসে
শুধাই তাকে হয়েছে কিরে
গরম পথে বসতে গিয়ে
পশ্চাতে দুই ফোসকা পরে

মামা তোমার অত্যাচারে
আমার পাগল,পারছিনা আর
তোমার নিজ ভাগ্না-ভাগ্নী
বাঁচাও তুমি, নয়কো তো পর

সময় থাকতে শুধরে যাও
করব নয়তো হামলা
তোমার বিরুদ্ধে ঠুকবো সবে
জনস্বার্থ মামলা ।