"বন্যেরা বনে সুন্দর"
সত্য, বড় সুন্দর সে পৃথিবী
আর মাতৃকোলে যারা বিরাজমান
যাকে বলে মান-হুশ ভরপুর
আমি,লজ্জিত আমি মানুষ
কয়েকটি বসন্ত পরে
যখন আমি নিজপায়ে সাবলম্বি,
ছোট্ট শিশুটির সেই অবলম্বন-
আমার মা,যে দশমাস গর্ভযন্ত্রনায়
উপহার দিল সুন্দর পৃথিবী
সেই গর্ভমন্দিরে আমার সাবলম্বি পা
বারেক আঘাত হানতে পিছপা হয়না
একেইতো বলে মান-হুশ ভরপুর
আমি লজ্জিত আমি মানুষ।

ঈশ্বর মান-হুশ গুণভারে ভারাক্রান্ত আমি
একটু মুক্তির খোঁজে
যেতে চাই সেই বনে
যেখানে উলঙ্গ আমির ভিতরে থাকবে
এক সুসজ্জিত পরিমার্জিত মানুষ
যার বাহ্যিক পশম যোগানে নিঃশেষ হবে
পৈশাচিক পশমি অন্তর
যার নিষ্পাপ যৌনতা ক্লান্ত করবে তাকে,
রাজকীয় লাম্পট্যে কোনো মা-বোনের চরিত্র হরণে
প্রভু,আমি শতবার জন্মাব ধরণীতে
মানুষ করোনা আমায়
শতবার বন্যতা চাই,বন্যরূপে
আমি পশু হতে চাই ।।