কতকাল ধরে আমি বয়ে বেড়াচ্ছি
কত নুইয়ে পরা ফুলের নির্যাস
কত কষ্ট, কত চাপিয়ে দেওয়া ব্যর্থতা
কত অপমান, কত উপহাসের সার্টিভিকেট
কত বিকেলের আলোকে ভিজিয়েছে আমায়
কত নিষ্পাপ চোখ সবুজের আকাঙ্ক্ষায়
কত না চাওয়ার বোঝা,কত না পাওয়ার বোঝা


আমি ক্লান্ত, বিভ্রান্ত, মনন সর্বশান্ত


আমি চাইনি ফুলের নির্যাস
আমি চাইনি নয়নে ভিজতে
আমি চাইনি রক্তচক্ষু
স্বপ্নের গলা টিপতে
আমি চেয়েছি শুধুই স্বপ্নকে
বয়ে নিয়ে যাব বহু যুগ ধরে
রক্তচক্ষু আড়াল করে
স্বপ্নকে বুকে পাথেয় করে ।।