এ ছানি নয়ন মাঝে নয়
এ ছানি হৃদয় মাঝে
এ ছানি কয়েকটি বছরের নয়
এ ছানি যুগের জঞ্জাল
এ ছানি ভঙ্গুর নয়
এ ছানি ,
সভ্যতার অসভ্য পুরু পরত
এ সভ্যতার,মানবতার, হিংসার ছানি
যা যুগে যুগে জমেছে
সভ্য হৃদয়ে
তিলে তিলে সচ্ছতাকে
যা করতে সমর্থ ফ্যাকাশে
আজ সে ছানি পুষ্ট
চরমের চূড়ায় উন্নীত সে
আজ সে সম্পূর্ণ গ্রাস করেছে
হৃদয়ের চক্ষু
স্বচ্ছতা এখন গহন কালো
ছিটে ফোঁটা আলোর আশায়
হাঁসফাঁস বদ্ধ প্রাণ
ধীরে ধীরে গ্রাস করছে
হৃদয়ের বাকি মুক্তাঞ্চল
পরতে পরতে সভ্যতার লাশ
মানবতার শেষকৃত্য
হিংসার সতেজ চক্ষু ।।