অচেনা পথে আগাছা সরিয়ে
তোমায় পেয়েছি বহু ক্রোশ পেরিয়ে
কত বিনিদ্র রাত নোনা জলে ভিজে
প্রভাত বরন হাসিতে
শত বক্ষ টুকরো জড়ো করে সব
জুড়ে গেছি রোজ বিনা কলরব
তবু চলে গেছো বারবার ছেড়ে
অতিথি হয়েই আসিতে


ভেঙে চুরে তবু গড়েছি আবার
চোরা স্রোত বয় ফের হারাবার
জানলা খুলেছি মধ্যরাতে যদি
দখিনা বাতাস হয়ে আসিতে
বলো হাঁটবেন না আর অজানা পথে
আমি তোমাকেই চাই আগামীর প্রাতে
দুজনে মিলেই টানবো এ দাঁড়
ঢেউয়ের প্রতিকূল ধরে ভাসিতে