রাজধানীর রাজপথ ধরে তুই এগিয়ে চল
আরো অনেক আগে যেখান থেকে অতীতকে আর দেখা যায়না,
ঠিক ততদূর এগিয়ে দাঁড়াস
যেখানে বিবেকের দূরবীনও হাল ছেড়ে বসে আছে।
পথে তাজ মহলের সাথে মুলাকাতে
ওকে নতুন শাহজাহানের গল্প বলিস,
আঁকড়ে ধরিস তার হাত।
দূরে যমুনার তীরে যদি চোখ যাই
দেখিস এক হেরে যাওয়া বিশ্বাস ছায়ামূর্তির মতো তোর পাহারায় শব্দহীন দাঁড়িয়ে আছে !