কান পাতলেই শোনা যায়
পথটার বাতাসে মৃদু সারেঙ্গীর শব্দ ;
ফুটপাত কৃষ্ণচূড়ার রক্তে লাল,
মাইল ফলক ধরে ফেলে গোপন গন্তব্যের হাতছানি ।
পিছুডেকে বলে দেয় দূরত্ব ও গতির মিলিত কোলাজ
ওই পথটা ওভাবেই জন্মেছে, বেড়ে উঠেছে অনাহারে
মরা পাতারা ঠিক প্রিয় মাটি খুঁজে নিতে পারে ।
আঁকাবাঁকা আনকোরা যেটুকু আছে ,
আমি না হয় তার ডাকনাম দিলাম ভালোলাগা...
কুয়াশার জানলা খুলে ওটুকুই চোখে ধরে ,
গন্তব্যে তার ওষ্ঠ, নাকছাবি, ছোট্ট টিপের জরিপ !
নাইবা পেলাম আঙ্গুলের ফাঁকে একফালি জমি,
তবু ভালোলাগা, বাদামি পথে ক্ষণকাল একা থাকা ;
ভালোলাগা, ইতিউতি আগাছার ভিড়ে অপরাজিতা ;
ভালোলাগা, একপেশে তুলিতে ভিজে রঙধনুর গল্প ।
তুমি মুক্ত প্রজাপতি হয়ে রেণু ছড়িয়েছো আনমনে
আমি আড়ালে লালন করেছি সদ্যোজাত স্থলপদ্ম ।
বলা হইনি বাঁকের মুখে কিছু বলতে চাওয়ার ইচ্ছে,
বলা হবেনা কোনদিনও পাতা ন্যাড়া স্ক্যালিটন বনে
কটি ড্যাফোডিল ফুল দুলেদুলে নিরবে বসন্ত গুনছে...