আমি রাজা নেই যে প্রজা রাজ্য সিংহাসন,
বুকের মাঝে মহল গড়ে আমার ছোট্ট মন।
বিশ্বভূবন করেছি আপন হৃদয়ের সীমান্তে,
আকাশ পাতাল চড়ি আমি সবার অজান্তে।


জগত জুড়ে বহ্মচারী শক্তি সাহস সঞ্চয়ে,
আলো আধারের মাঝে সদা চলি নির্ভয়ে ।
পথে প্রান্তে দিগ দিগন্তে আছে যত সুন্দর,
সৃষ্টির সকল আমার আপন কেউ নয় পর।


ম্বপ্ন আশা ভালোবাসা আমার ইচ্ছে মতে,
শাসন বারণ নেইকো মানা মনের জগতে।
গাছের ডালে বাসা বাধি পাখির মত করে,
সুনিপুন কারিগরে প্রকৃতির চারপাশ ঘিরে।


জলে স্থলে আশে পাশে আমি শুধু আমার,
তোমার মাঝে হারাবো কেন রুপের বাহার।
নি:শ্বাসে বি:শ্বাসে আমার আপন এই আমি,
অধিকার ফলাতে কি কর্তব্য পালন কর তুমি।