আবার দিব প্রেম আমি সাজিয়ে হৃদয়
পৃথিবীর বুকে আবার হবে প্রেমের জায়
জ্বালিয়ে পুড়িয়ে যখন ছাই করলে বশে
তখন আমি মিশে গেলাম বিশুদ্ধ বাতাসে
বাঁচার জন্য নিবে তুমি যতবার নি:শ্বাস
অক্সিজেনে আবার হবে ভালোবাসার চাষ


আাবার আমি স্বপ্ন নিয়ে থাকব দুচোখে
নিদ্রা জাগরনে আবার অবাক হবে দেখে
ঘৃন্য দৃষ্টি দিয়ে যখন দেখতে শুধু কলঙ্ক
তখন আমি হয়ে গেলাম তোমার আতঙ্ক
আঁখিজলে ভাসিয়ে দিতে চেষ্ট করবে যত
অশ্রুধারায় ঝরব আমি কাঁদবে অবিরত


আবার আমি সুন্দর ভাবে গড়ব নিজেকে
মনের মাঝে প্রেম জাগিয়ে সত্য আলোকে
ক্ষনিকের রুপ যৌবন করলে যখন ভোগ
তখন আমি বুঝতে পারলাম স্বার্থের সুযোগ
লোভ লালসা তোমার মাঝে থাকবে যতদিন
বিভোর করে রাখব নেশায় শরাব দিয়ে রঙিন