আকাশ ডাকে আমায় খোলা প্রান্তে,
শূণ্যে ভেসে বেড়াই সবার অজান্তে,
কাঙ্খিত কল্পনার ছবি আদি অনন্তে,
তোমায় খুঁজি শুধু হৃদয়ের সীমান্তে।


বাতাস কানে কানে বলে দিবানিশি,
বসন্তের ফাগুন দোলায় নিত্য উদাসী,
মনের গগণে উদিত হেরি রবি শশী,
একটাই গানের সুর বাজে ভালোবাসি।


সাগরের নিথর জল করে আমন্ত্রণ,
সুখের জোয়ার রয়েছে বুকের গহণ,
ডুবুরি অতল গভীরে করে অন্বেষণ,
তোমার মোহনায় ঘটে আমার মিলন।


পাহাড়ী ঝর্ণাধারা গানে গানে বলে,
ক্লন্তির প্রশান্তি পেতে কাছে এসো চলে,
তৃষ্ণার স্বাধ মিটে শীতল পরশ পেলে,
তোমাতে বিলীন সদা ক্ষুধা তৃষ্ণা ভুলে।


সুন্দর পৃথিবী চাইছে দেখি তার রুপ,
বৈচিত্রময় রহস্যঘেরা সাজে বহুরুপ,
নিরব দৃষ্টিতে তবুও নয়ন দুইটি চুপ,
অপলক চেয়েই আছি তুমি অপরুপ।


সপেছি জীবন মরণ ও প্রাণ সখা,
হৃদয়ে রেখেছি একে প্রেমের রেখা,
খুব যতন করে মনের খাতায় লেখা,
অনুভুতির স্বপ্ন আশা আবেগে মাখা।