খুঁজ দেখ মন আদম কারে কয়?
     নাসিকার রাস্তা দিয়া,
নাভিমূলে আসা যাওয়া হয়।।
দমে দমে ডাক যারে আহাদ?
     আল্লাহ রাসুলের শান,
দিবা নিশি করে কলবে জেহাদ।।


আদমের রুপ সুরুতে সাঁই বিরাজে,
      নইলে কি খোদার হুকুম,
আদম সেজদা ফেরেশতার সাজে।।
আযাযিলের মনে ছিল অহংকার,
        নিজেই নিজের গৌরবে
অভিশপ্ত হয় আদম অবহেলার।।


আদমের ভিতরে সাঁই ফুৎকারে রূহ,
         আপন নূর মুহাম্মদ রূপে,
সুনিপুন কারিগরে গড়ে মাটির দেহ।।
আকার সাকার নিরাকার নূর জাতে,
          আল্লাহ মুহাম্মদ আদম,
মাবুদ এলাহী এলেন নূর সিফাতে।।


ফেরেশতার আবেদ ইবলিশ শয়তান,
           আদম না ভজে মহাভুলে,
ইনসানের মহাশত্রু জগতে সাবধান।।
আদমের গোপন ভেদের রহস্য সন্ধান,
          হৃদয় আরশীতে প্রতিবিম্ব,
ধন্য জীবন স্বচুক্ষে দর্শণে স্রষ্টা মহান।।