নয়নে নয়ন রেখে অপলক চোখে দেখে,
প্রাণ পাখি খাঁচার ভিতরে রেখেছি বুকে।
অন্তরে শিহরণ জাগায় কোমল ছুঁয়াতে,
ভাবনা তরঙ্গ মনে ভালবাসা কল্পণাতে।


হাতে হাত রেখে জড়ালাম আলিঙ্গণে,
জীবনে মরণে বাঁধার অঙ্গিকার দুজনে।
হৃদয় উজার করে দিব প্রেমের উপহার,
যুগ যুগান্ত অমর অক্ষয় চিরঞ্জীব বাঁচার।


হৃদয় থেকে হৃদয় বিশ্বাসের সেতু চড়ে,
সাত পাকের প্রণয় স্বর্গ নরক পারাপারে।
সুখের সাগরে ভাসমান আবেগের পাল,
জোয়ার ভাটা মিলন মোহনা অনন্তকাল।


জীবন দিয়ে জীবন প্রতিদান বিধির কাছে,
ইহকালে পরকালে চাওয়ার আর কি আছে?
পরম প্রিয় অস্তিত্বে নিঃস্বাসে অনুভবে পাই,
ধ্যানে জ্ঞানে সাধনে ত্রিভূবনে এই শুধু চাই।