লাভ কাকে বলে প্রতিটা মানুষ কষে,
স্বার্থের লোকসান আপন কর্ম দোষে।
লাভের স্বার্থকতায় সাফল্যের বিজয়,
হিসাবের গরমিলে বিষম ক্ষতি হয়।


সুখ কাকে বলে প্রতিটা মানুষ খুঁজে,
শান্তির পরশে সে অনুভুতি কে বুঝে?
সুখের সন্ধানে দিবস রজণী হয়রান,
কপালে কারো বুঝি লিখেনি ভগবান।


কষ্ট কাকে বলে প্রতিটা মানুষ কাঁদে,
দুঃখের চিতায় জ্বলে নব আশা বাঁধে।
প্রাপ্তিতে তৃপ্তি নেই যার অন্তরে অসুখ,
ব্যথা বেদনায় বিবর্ণ মলিন সুন্দর মুখ।


জীবন কাকে বলে প্রতিটা মানুষ ভাবে,
বাঁচার তাগিদে সর্বদা চাহিদার অভাবে।
চরিত্র মানব জীবনের মূল্যবান সম্পদ,
সম্মানের ঐশ্বর্য্য বিনষ্ট কলঙ্কের বিপদ।


সময় কাকে বলে প্রতিটা মানুষে পায়,
অযথা ভবিষৎ চিন্তায় বর্তমান কাটায়।
অনিশ্চিত যাত্রায় অন্ধকারে ব্যস্ত কর্মে,
আজব প্রশ্নের উত্তর চায় অতীতের মর্মে।