হেয়ালে ভেসে চলি জানিনা কিসের দন্ধ,
লজ্জা প্রহরে কেন জানি হৃদয় দরজা বন্ধ।
আশা আছে মনে মনে ভালবাসার ছন্দ,
অন্তরে বাসনা যত কেঁদে কেঁদে হয় অন্ধ।


প্রেমের পথে নিত্য চড়ি বিশ্বাসের পালকি,
স্পর্শ কাতর অনুভুতি আবেগগুলো ফাঁকি।
বুক ভরা নিরবতায় ব্যথা বেদনাকে ঢাকি,
স্বপ্ন বিভোর সিক্ত চোখে ভাবনা দেয় উঁকি।


কেমন করে সুধাই আমি অব্যক্ত সে কথা,
বুঝিনা যে আকুল প্রাণের অস্থির চঞ্চলতা।
অভিযোগে সামনে পিছে ভয় ভীতি গাঁথা,
দুরন্তপনায় ছুটে চলি কোথায় সাহসীকতা।


বিজন বনে সুজন খুঁজে করে মধুর কুজন,
দিক বিদিকে রুপ হেরিতে ঘুরিয়া ত্রিভূবন।
গুপ্ত থেকে মুক্ত স্বাধীন শৃঙ্খিল এই জীবন,
মূল্যহীন চাওয়া পাওয়া বাঁচি কি অকারণ?