একটা প্রশ্ন আমার মনে,
   ভালোবাসায় দোষটা কোথায়?
      বিশ্বাসের সুঁতো যদি বাঁধে হৃদয়ে,
         উঁচু নীচু ধনী গরীব জাতের ধোঁকায়।


একটা প্রশ্ন আমার মনে,
   মানুষের এত কিসে অহংকার?
      সাজাতে জীবন সুন্দর ভূবনে,
         চরিত্র যদি না হয় শ্রেষ্ট অলংকার।


একটা প্রশ্ন আমার মনে,
    শক্তির ক্ষমতা জগতে মিছে,
         জন্ম মৃত্যু জীবিকা নির্বাহের,
               আপন পুঁজি কি আর আছে?


একটা প্রশ্ন আমার মনে,
    জ্ঞানী বিজ্ঞানী মহাগবেষক,
          সাধু মুণী ঋষীর সাধনা যত,
                কে জগতে জীবন আবিস্কারক?


একটা প্রশ্ন আমার মনে,
    স্বর্গ নরক কোথায় পূর্বপুরুষ?
         রঙ্গিন নেশার শরাব পানে,
               অতৃপ্ত আশায় অচেতন বেহুশ।